'Black Magic High Alert' Conspiracy Theories: ২ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত থাকুন। দশেরা অর্থাৎ দশমী থেকে কালী পুজো পর্যন্ত সতর্ক থাকুন। এই সময় কালো জাদু কিংবা ব্ল্য়াক ম্যাজিক (Black Magic ) থাকে সর্বোচ্চ পর্যায়ে। দশেরা বা দশমী থেকে দিপাবলী পর্যন্ত কালো জাদু হয় পুরোদমে। তাই এই সময় প্রত্যেকে সতর্ক থাকুন। কালো জাদু থেকে সতর্ক থাকতে কী কী করতে হবে, সে বিষয়ে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম ভিডিয়ো সামনে আসছে। আর সেখানই ২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
দুর্গা পুজোর (Durga Puja 2025) শেষ দিন থেকে কালী পুজো (Diwali 2025) পর্যন্ত কালো জাদু নিয়ে যে সতর্কতা প্রকাশ করা হচ্ছে, তা একাধিক ইনস্টাগ্রাম ভিডিয়োর মাধ্যমে ভাইরাল হচ্ছে।
বিভিন্ন ইনস্টাগ্রাম ভিডিয়োতে (Instagram Video) দাবি করা হচ্ছে, দশমী থেকে দীপাবলি পর্যন্ত বিবিন্ন ধরনের নেগেটিভ এনার্জি সক্রিয় থাকে। ফলে এই সময় যে কেউ আপনার ক্ষতি করতে পারে। আপনার উন্নতি দেখে যাঁদের জ্বলন হয়, যাঁরা আপনার ভাল দেখতে পারে না, তাঁরা এই সময় কালো জাদুর স্মরণাপন্ন হয়। ক্ষতি করতে পারে আপনার। তাই এই দিনগুলিতে সতর্ক থাকুন অত্যন্তভাবে।
ইনস্টাগ্রামের যে ভি়ডিয়োগুলি ভাইরাল হচ্ছে, সেখানে কী জানানো হয়েছে
২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ঘরের বাইরে ঝাঁটা রাখবেন না
দশমী থেকে দীপাবলি পর্যন্ত ঘরের বাইরে লেবু থাকলে, তা স্পর্শ করবেন না
ঘরের বাইরে চুলের গোছা পড়ে থাকলে, তা স্পর্শ করবেন না
ঘরের বাইরে সারা রাত চটি, জুতো খোলা ফেলে রাখবেন না
ঘরের বাইরে যদি পয়সা পড়ে থাকে, তা ভুলেও স্পর্শ করবেন না
অচেনা, অজানা কেউ সাদা রঙের প্রসাদ দিলে, তা খাবেন না
দেখুন কোন ধরেনর ভিডিয়ো ভাইরাল হচ্ছে ২ থকে ২২ অক্টোবর নিয়ে...
View this post on Instagram
একের পর এক ভিডিয়ো ভাইরাল হচ্ছে...
View this post on Instagram
দশেরা বা দশমী থেকে দীপাবলি পর্যন্ত বার বার মানুষকে সতর্ক করা হচ্ছে একাধিক ভাইরাল ভিডিয়োর মাধ্যমে...
View this post on Instagram