Rape Representational Image (Photo Credit: File photo)

নয়াদিল্লিঃ এবার অনলাইন ক্যাবে (Cab) যৌন হেনস্থার (Sexual Assault) শিকার মহিলা বিমান চালক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। শনিবার রাত ১১.১৫ নাগাদ দক্ষিণ মুম্বই থেকে ঘাটকোপারে নিজের বাড়িতে ফিরছিলেন ১৮ বছরের ওই তরুণী। পথে যৌন হেনস্থার শিকার হন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ক্যাব চালক-সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযোগকারিনীর স্বামী নৌসেনাবাহিনীতে কর্মরত। একই শহরের অন্যত্র থাকেন। আর মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় একা থাকেন ওই তরুণী। এদিন একাই ক্যাবে চেপে ফিরছিলেন। নির্যাতিতার স্বামীই অনলাইনে ক্যাবটি বুক করে দেন।

অভিযোগ, গাড়িতে ওঠার ২৫ মিনিট পর পথ বদল করে চালক। এরপরই একটি নির্জন জায়গায় গিয়ে থামে ক্যাবটি। আচমকা ক্যাবের মধ্যে উঠে পড়ে আরও দু'জন যুবক। এরপর গাড়ির মধ্যেই মহিলাকে যৌন হেনস্থা করে ওই দুই যুবক। গোটা ঘটনায় চালক মুখে কুলুপ আঁটে। বাধা দেওয়া তো দূর তার প্ররোচনাতেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপর জাতীয় সড়কে পুলিশের ক্যাম্প দেখে গাড়ি থেকে নেমে পালায় ওই দুই অভিযুক্ত। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই বিমান চালক। নির্যাতিতার অভিযোগের ভিত্তিরে চালক-সহ ওই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

অ্যাপ ক্যাবে যৌন হেনস্থার শিকার মহিলা পাইলট, গ্রেফতার চালক-সহ আরও ২