Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ লিভ ইন (Live In) সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি তরুণীকে শ্বাসরোধ করে খুন (Murder) লিভ ইন সঙ্গীর ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের দুনদাহেরা গ্রামে ভাড়া বাড়ির বিছানার তলা থেকে উদ্ধার হয় অঙ্গোরি নামে বছপ্র ২৬-এর এক তরুণীর দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ঘটনার পর থেকেই পলাতক লিভ ইন পার্টনার অনুজ তাকে খুঁজছে পুলিশ

স্থানীয় সূত্রে খবর, বিগত দেড় বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিল এই যুগল মাঝেমধ্যেই দু'জনের মধ্যে বচসাআ বাঁধত বুধবার ভাড়া ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের তাঁরাই পুলিশে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খবর দেওয়া হয়েছে অঙ্গোরির বাড়িতে মৃতার পরিবারের অভিযোগ, অনুজই তাঁদের মেয়েকে হত্যা করেছে অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে গুরুগ্রাম পুলিশ

 লিভ ইন সম্পর্কের নির্মম পরিণতি, ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ