দিল্লি, ২২ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি পদ (Vice President of India) থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। ২১ জুলাই রাতে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন ধনখড়। শারীরিক অসুস্থতার কারণে ধনখড় (Jagdeep Dhankhar Resigned) ইস্তফা দিয়েছেন বলে জানান। তবে শারীরিক কারণে ধনখড় ইস্তফা দিয়েছেন, এমন কথা শুনতে নারাজ অনেকেই। ফলে ধনখড়ের ইস্তফা শারীরিক না রাজনৈতিক, তা নিয়ে নানা মুনির নান মত সামনে আসতে শুরু করেছে। জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে যখন গোটা দেশে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় সংশ্লিষ্ট পদের জন্য বেশ কয়েকটি নাম আসতে আসতে শুরু করেছে। তবে সবটাই নেটিজেনদের জল্পনা।
ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য যে নামগুলি সামনে আসছে, তাঁর মাঝে সর্বাগ্রে রয়েছে নীতিশ কুমার (Nitish Kumar) এবং রাজনাথ সিংয়ের (Rajnath Singh) নাম। নীতিশ কুমার, রাজনাথ সিংয়ের পাশাপাশি রয়েছে গুলাম নবী আজাদ, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামণ, নীতিন গডকড়ির নাম উঠে আসছে। পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে কংগ্রেস নেতা শশী থারুরের নামও অনেকে বলতে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে একাধিক নাম সামনে আসতে শুরু করেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা।
আরও পড়ুন: VP Jagdeep Dhankhar Resigned: ধনখড়ের পদত্য়াগের পর দেশের উপরাষ্ট্রপতি হতে পারেন যিনি
দেখুন নেটিজেনদের চর্চায় কীভাবে উঠে আসছে নীতিশ কুমারের নাম...
Jagdeep Dhankar - next President of BJP
Nitish Kumar - next Vice President of India pic.twitter.com/ht2dB0Suil
— Shashank Shekhar Jha (@shashank_ssj) July 21, 2025
যে নামগুলি নিয়ে নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয়েছে, তার তালিকা দেখুন...
Some possibilities for the next Vice-President are:
1) Ghulam Nabi Azad
2) Rajnath Singh
3) Nitish Kumar
4) Nirmala Sitharaman
5) Shivraj Singh Chouhan
6) Nitin Gadkari
7) Shashi Tharoor
— A Rao (@raoabhijeet) July 21, 2025
শিবরাজ সিং চৌহানের নামও উঠে আসছে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে...
Shivraj Singh Chauhan next vice president? https://t.co/7pAr8ZuOFT
— Indian Century (@IndianCentury_) July 21, 2025
কেউ কেউ আবার বলতে শুরু করেছেন, রাজনাথ সিং দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার প্রতিরক্ষামন্ত্রীর পদে বসছেন...
Rajnath Singh as new VP and Yogi ji as the defence minister is a wild wild theory. But if it happens can’t wait to see Yogi ji in a national role
— Monica Verma (@TrulyMonica) July 21, 2025