হোটেল রুম (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিয়ের (Wedding)পর থেকেই স্ত্রীর(Wife) আচরণ সন্দেহজনক ছিল। সম্প্রতি অনলাইনে কন্ডোম (Condom) ও কুড়ুল(Hammer) অর্ডার করেন স্ত্রী।এরপরই আরও সন্দেহ বাড়ে স্বামীর। স্ত্রীর পিছু নিতেই সমস্ত কেচ্ছা হল ফাঁস! কোনও মতে প্রাণে বাঁচলেন যুবক। জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে(Uttarakhand)। ওই যুবকের নাম শুভম দাস। কয়েক মাস আগেই বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই স্ত্রীর আচরণে তাঁর মনে সন্দেহ বাসা বাঁধে। সম্প্রতি কৌতূহলবশত স্ত্রীর অনলাইন অর্ডার লিস্ট ঘাটতে গিয়ে দেখেন কন্ডোম ও কুড়ুক অর্ডার করেছেন সদ্যবিবাহিতা স্ত্রী। এরপরই ব্যক্তিগত গোয়েন্দা ভাড়া করেন তিনি। স্ত্রীর উপর চলে নজরদারি।

গোয়েন্দা লাগিয়ে স্ত্রীর কেচ্ছা ফাঁস করল স্বামী

সম্প্রতি উত্তরাখণ্ডের 'তপোবন' নামে একটি হোটেলে যান স্ত্রী। তাঁর পিছু পিছু সেখানেই পৌঁছন গোয়েন্দারা। দেখা যায়, যুবকের সঙ্গে সেখানে রয়েছেন নববধূ। হোটেলে গিয়ে তাঁদের হাতেনাতে ধরতে স্ত্রী জানান, স্বামী নয় প্রেমিকের সঙ্গে থাকতে চান তিনি। এই ঘটনায় অনেকের সন্দেহ, 'পথের কাঁটা' শুভমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ওই যুগলের।

 অনলাইনে কন্ডোম ও কুড়ুল অর্ডার, পিছু নিতেই নববধূর কেচ্ছা ফাঁস