Uttar Pradesh : যুবকের যৌনাঙ্গে কোপ বৃহন্নলাদের, উত্তরপ্রদেশের ঘটনায় শিউরে উঠবেন
প্রতীকি ছবি

লখনউ, ১২ এপ্রিল : বছর ২৪-এর এক যুবকের যৌনাঙ্গে কোপ দিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন ২ বৃহন্নলা। উত্তরপ্রদেশের (UP) আগ্রার ওই ঘটনায় জোর শোরগোল শুরু হয়েছে। আহত যুবকের দিদির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা যাচ্ছে, সম্প্রতি একটি বিয়ের (Wedding) অনুষ্ঠানে গিয়েছিলেন বছর ২৪-এর ওই যুবক। সেখানেই গুড্ডি এবং রাজি নামে দুই বৃহন্নলা হাজির হন। তাঁদের পরিচয়ের দুদিনের মধ্যে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বিয়ে বাড়িতে হাজির হয়ে ওই যুবক কীভাবে গুড্ডি এবং রাজি নামে দুই বৃহন্নলার (Eunuchs) সঙ্গে অজানা জায়গায় গেলেন এবং আহত হলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন  :  Devlina Kumar : বাবার হয়ে প্রচারের পর বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ দেবলীনা কুমারের

আহত যুবকের দিদি এরপর দিল্লি গেট থানায় অভিযোগ দায়ের করেন গুড্ডি এবং রাজির বিরুদ্ধে। দিল্লি গেট থানার এসএইচও আশিস কুমার সিং জানান,  ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে গুড্ডি এবং রাজির বিরুদ্ধে। তদন্ত চলছে। সেই সঙ্গে আহত যুবকের চিকিৎসাও শুরু করা হয়েছে বলে জানান আশিস কুমার সিং নামে ওই পুলিশ আধিকারিক।