Cow, Representative Image (Photo Credit: File Photo)

লখনউ, ১৪ অক্টোবর: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রীর (Minister) মুখ থেকে ফের বেরিয়ে এল চাঞ্চল্যকর দাবি। উত্তরপ্রদেশের ওই মন্ত্রী দাবি করেন, গোশালায় যদি কেউ শুয়ে থাকেন, গোশালা পরিষ্কার করেন, তাহলে ক্যানসার রোগীরা নিরাময় হতে পারেন। অর্থাৎ গোশালায় শুলে এবং পরিষ্কার করলে, যে কোনও ব্যক্তি ক্যানসার থেকে সেরে উঠতে পারেন বলে দাবি করেন উত্তরপ্রদেশের ওই মন্ত্রী। ক্যানসারের (Cancer) পাশাপাশি ব্লাড প্রেসার থেকেও মুক্তি মিলতে পারে গোশালায় শুয়ে থাকলে। সঞ্জয় সিং নামে উত্তরপ্রদেশের ওই মন্ত্রীর এমন দাবির জেরে ফের শোরগোল শুরু হয়েছে। এসবের সঙ্গে গরুর গোবর দিয়ে তৈরি ঘুঁটে পোড়ালে, তার ধোঁয়ায় মশার কামড় থেকে মুক্ত মিলবে বলেও জানান ওই ব্যক্তি।

কারও যদি ব্লাড প্রেসার থাকে, তাহলে সেই ব্যক্তিকে প্রতিদিন গরুর পিঠে হাত দিয়ে তাকে আদর করতে হবে, গরুর সেবা করতে হবে। গরুর সেবা করলে, ব্লাড প্রেসারের যিনি ওষুধ খান, তিনি নিরাময় হতে পারবেন বলেও দাবি করেন উত্তরপ্রদেশের ওই মন্ত্রী।