Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ পরকীয়ায় মগ্ন স্ত্রী (Wife)। প্রেমিকের (Boyfriend) সঙ্গে হাতেনাতে স্ত্রীকে ধরতে পেরে রাগের বশে স্ত্রীয়ের (Wife) নাক কামড়ে নিলেন স্বামী (Husband)। রক্তাক্ত নাক নিয়ে হাসপাতালে স্ত্রী। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের হারদোইয়ে। অভিযুক্ত স্বামীর নাম রাম খিলাওয়ান। ঘটনার সূত্রপাত গত ১৮ জুন। গ্রামেরই এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের সঙ্গেই পরকীয়ায় মজেছিলেন রামের স্ত্রী।

স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে যা ঘটালেন স্বামী

এদিন সেই যুবকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর পিছু নেয় রাম। এরপর স্ত্রী ও তাঁর প্রেমিককে হাতেনাতে ধরেন তিনি। শুরু হয় বচসা। সেই বচসা চরমে পৌঁছলে প্রেমিকের সামনে স্ত্রীর নাকে কামড়ে দেন রাম খিলাওয়ান। নাক থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। যন্ত্রণায় চিৎকার করতেঁ থাকেন স্ত্রী। এরপর রামের শ্বশুরবাড়ির লোকেরা এসে ওই তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই স্বামী রামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পরকীয়ায় মজেছে স্ত্রী, জানতে পেরে নাক কামড়ে নিলেন স্বামী