
দিল্লি, ১৪ মে: অর্কেস্ট্রার অনুষ্ঠানের সময় নৃত্যশিল্পীকে কোলে বসিয়ে অশ্লীল কীর্তি। নৃত্যুশিল্পীকে চুম্বন করে, তাঁর স্তন আঁকড়ে বসে থাকতে দেখা যায় এক নেতাকে। উত্তরপ্রদেশের বিজেপি (UP BJP Leader) নেতা বাব্বন সিংয়ের (Babban Singh's Video) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয় সামাজ মাধ্যমে।
বাব্বন সিং নামে উত্তরপ্রদেশের ওই বিজেপি নেতার অশ্লীল কীর্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সে রাজ্যের রাজনীতির ময়দানে কার্যত ঝড় বয়ে যায়। উত্তরপ্রদেশের বিরোধী দলের দুই নেতার তরফে বাব্বন সিংয়ের ওই কুকীর্তির ভিডিয়ো প্রকাশ করা হয়।
সমাজবাদী পার্টির নেতা পঙ্কজ রাজভার এবং কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত, দুজনেই বাব্বন সিংয়ের অশ্লীল ভিডিয়ো পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেই সঙ্গে বাব্বন সিংয়ের কড়া সমালোচনা করেন তাঁরা। অর্কেস্ট্রার নৃত্যশিল্পীর সঙ্গে বাব্বন সিংয়ের ওই প্রকাশ্যে ঘনিষ্ঠতার ভিডিয়ো নিয়ে ঝড় ওঠে অন্তর্জালে।
কড়া সমালোচনার মুখে পড়ে পালটা দাবি করেন বাব্বন সিং। বিজেপি নেতার দাবি, যে ভিডিয়োটি প্রকাশ করা হচ্ছে, সেটি বিহারের একটি বিয়ে বাড়ির। বিধায়ক কেতকী সিং এবং তাঁর স্বামীর বিরুদ্ধে পালটা তোপ দাগেন বাব্বন। তাঁর ইমেজ কালিমালিপ্ত করতেই ওই কাজ করা হয়েছে বলে দাবি করেন বাব্বন সিং।
তবে বাব্বন সিং যে দাবিই করুন না কেন, অর্কেস্ট্রার নৃত্যশিল্পীর সঙ্গে তাঁর অশ্লীল কীর্তির ভিডিয়ো নিয়ে ঝড় বয়ে যায় উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে।
বাব্বন সিংয়ের অশ্লীল কীর্তির ভিডিয়ো ভাইরাল...
हाथ फेरते, गन्ना पेरते चिन्नी मिल रसड़ा के डायरेक्टर 65 वर्षीय वरिष्ठ भाजपा नेता #बब्बन_सिंह_रघुवंशी हैं, ये महोदय पूर्व मंत्री स्वाति सिंह के चाचा व परिवहनमंत्री दयाशंकर सिंह के सबसे करीबी भी हैं..!!!#YSS #भाजपा_हटाओ_देश_बचाओ #reel #bjp pic.twitter.com/W9ruJXfpH4
— शिव (@TheYadavShiv) May 14, 2025
সমাজবাদী পার্টির নেতা পঙ্কজ রাজভরের শেয়ার করা ভিডিয়োর স্ক্রিনশট...
ভিডিয়া ভাইরাল হলে পালটা কী দাবি করেন বাব্বন সিং দেখুন...
बलिया: BJP कार्यकर्ता बब्बन सिंह का अश्लील वीडियो वायरल, राजनीति गरमाई
बब्बन सिंह ने वायरल वीडियो को बताया फर्जी
विधायक केतकी सिंह के पति पर वीडियो बनाने का आरोप
जिलाध्यक्ष चुनाव को लेकर था विवाद – बब्बन सिंह का दावा
वीडियो मामले को लेकर बलिया SP से मिलने की… pic.twitter.com/XkctsiERRg
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) May 14, 2025