বিহারে (Bihar) ভোটাধিকার যাত্রার অন্তিম দিনে পাটনার গান্ধী ময়দানে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। এই বক্তব্যে তিনি স্পষ্ট জানান, বিহার নির্বাচনে ভোট চুরি আটকাতে হবে। বিজেপিকে সংবিধান হত্যা করতে দেওয়া যাবে না। যাঁরা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, তাঁরাই এবার সংবিধান হত্যা করছে। বিহার বিপ্লবের রাজ্য। ফলে এখানে ভোটচুরি আটকাতে হবে। আগামীদিনে ভোটার জালিয়াতির আরও প্রমাণ আনা হবে। তাঁর দল শীঘ্রই হাইড্রোজেন বোমা ফাটাবেন। এই তথ্য সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না।

রাহুল গান্ধীকে তোপ গিরিরাজ সিংয়ের

রাহুলের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছে বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “আমি আগেই বলেছিলাম রাহুল গান্ধী আরবান নকশাল হয়ে উঠছেন। এখন উনি হাইড্রোজেন বোমা ফাটাবেন বলছে। এইসব কথা রাজনীতিকদের মধ্যে মানায় না। আজ উনি ভারতে আগুন লাগাতে চাইছে, গৃহযুদ্ধ করতে চাইছে। উনি প্রধানমন্ত্রীকে বাইরে না বেরোতে হুমকি দিচ্ছেন। এইধরনের কথা রাজনীতির কথা নয়”।

দেখুন গিরিরাজ সিংয়ের মন্তব্য

বিহারে বিধানসভা নির্বাচন

প্রসঙ্গত, বিহারে রাহুল-তেজস্বীদের ভোটাধিকার যাত্রার মূল স্লোগান ছিল ‘ভোট চোর গদি ছোড়’। এই স্লোগান রাজ্যে বেশ জনপ্রিয় হয়েছে। বিহার নির্বাচনের আগে শাসক শিবিরের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে প্রস্তুত বিরোধীরা। এখন দেখার নির্বাচনের সময় রাজ্য রাজনীতির পরিস্থিতি কেমন থাকে।