কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ (Union Home Minister and Minister of Cooperation Amit Shah) নয়াদিল্লিতে ২৩ অক্টোবর ন্যাশনাল কো-অপারেটিভ ফর এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) আয়োজিত 'সমবায় রপ্তানি সংক্রান্ত জাতীয় সিম্পোজিয়াম (National Symposium on Cooperative Exports)'-এ ভাষণ দেবেন।
তিনি NCEL-এর লোগো, ওয়েবসাইট এবং ব্রোশিওর চালু করবেন এবং NCEL সদস্যদের সদস্যতা শংসাপত্র বিতরণ করবেন। রপ্তানি বাজারের সঙ্গে সংযোগের জন্য সমবায়ের চ্যানেলাইজিং, ভারতীয় কৃষি-রপ্তানির সম্ভাবনা এবং অন্যান্যের মধ্যে সমবায়ের সুযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
Union Home Minister and Minister of Cooperation Amit Shah will address the ‘National Symposium on Cooperative Exports’ organised by the National Cooperative for Exports Limited (NCEL) on October 23 in New Delhi. He will also launch the logo, website and brochure of NCEL and… pic.twitter.com/wkr8De1DmO
— ANI (@ANI) October 22, 2023