ত্রিপুরায় (Tripura) প্রতিবেশীর লালসার শিকার দেড় বছরের শিশু। ধর্ষণ (Rape)করে খুনের (Murder) পর দেহ পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায়। অসমের নীলামবাজার থেকে গ্রেফতার অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্ত অসমের শিলচরের বাসিন্দা। ত্রিপুরায় মামাবাড়ি তার। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ১১ অক্টোবর। ভাত খেতে চাইছিল না শিশুটি। তাকে ভাত খাওয়ানোর নাম করে বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। শিশুটি দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শিশুটিকে খুঁজতে বের হয় মা-বাবা। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে স্থানীয় ধানজমি থেকে উদ্ধার হয় শিশুকন্যার দেহ। এরপর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা ঘটিয়ে অসমে পালিয়ে গিয়েছিল সে। এরপর তদন্তে নেমে অসমের নিলমবাজার থেকে গ্রেফতার করা হ্য তাকে। আজ, সোমবার আগরতলার আদালতে পেশ করা হবে তাকে।
ভাত খাওয়ানোর নাম করে ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার প্রতিবেশী
A 14-month-old child was allegedly raped and killed in North Tripura’s Panisagar area, police said on Sunday. The accused, a daily wager, has been arrested from Nilambazar in Assam, they said.
The alleged rape took place on Saturday, following which she was "murdered and buried… pic.twitter.com/vSaV2Vxy9b
— IndiaToday (@IndiaToday) October 13, 2025