ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁওয়ে জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) ঝাঁজরা হয়েছে ২৬ টি নিরীহ প্রাণ। পরিবারের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ২৬ জন পর্যটক। আর এই ঘটনায় উত্তাল গোটা দেশ। আতঙ্কে ভারতবাসী। কাশ্মীর (Jammu and Kashmir) ঘুরতে যাওয়ার টিকিট বাতিল করছেন অনেকেই। বিমানে নেই যাত্রী। গুটিকয়েক যাত্রী নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান। সম্প্রতি এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, শ্রীনগরগামী বিমানে বসে রয়েছেন গুটিকয়েক লোক। বাকি বিমান পুরো ফাঁকা। এই ভিডিয়োটি বানিয়েছেন এক বিমান যাত্রী। পহেলগাঁওয়ের ঘটনার পর কাশ্মীরগামী বিমানের এই পরিস্থিতি বলে ফ্লাইটের এই ছবি তুলে ধরেছেন তিনি। উল্লেখ্য, বিমানটি ইন্ডিগো বিমান সংস্থার একটি ফ্লাইট ছিল। যে কাশ্মীর যেতে একসময় মুখিয়ে থাকতেন পর্যটকেরা সেই কাশ্মীরগামী বিমানের এই ছবি সাফ জানান দিচ্ছে, কাশ্মীর নিয়ে মানুষের মনে বাসা বেঁধেছে আতঙ্ক।

কাশ্মীর থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা, ভাইরাল বিমানের ভিডিয়ো

অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরই কাশ্মীরগামী বিমানের ভাড়া প্রায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল বিমান সংস্থাগুলো। কীভাবে বাড়ি ফিরবে কাশ্মীরে আটকে থাকা পর্যটকেরা? সে কথা ভাবে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে সমস্ত বিমান সংস্থাগুলিকে বিমানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয়। সেই সঙ্গেই বিমানের ভাড়া না বাড়ানোর নির্দেশ দেওয়া হয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে। প্রসঙ্গত, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়ে কফিন বন্দি হয়ে বাড়ি ফিরেছেন কারও স্বামী, কারও বাবা কারও সন্তানরা। এই ঘটনায় ফুঁসছে গোটা দেশ।

ফাঁকা শ্রীনগরগামী বিমান, ভাইরাল ভিডিয়ো