Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ পড়াশোনায়(Studies) মন নেই, মোবাইলের(Mobile) প্রতি আসক্তি(Addiction)। সেই নিয়ে মায়ের কাছে বকুনি। আর তাতেই অভিমান করে বাড়ি ছাড়ে ১৫ বছরের কিশোরী(Minor Girl)। বাড়ি ছাড়ার ৯ দিনের মাথায় থানে থেকে উদ্ধার নাবালিকার দেহ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) দম্বিভিলিতে(Dombivli)। জানা গিয়েছে, সারাদিন মোবাইলে মগ্ন থাকত দম্বিভিলির ওই কিশোরী। ইদানিং পড়াশোনাতেও মন ছিল না তার। আর সেই নিয়ে তাকে বকাবকি করেন মা। আর তাতেই ৫ ডিসেম্বর অভিমানে ঘর ছাড়ে সে। এরপই থানায় নিখোঁজ ডায়ারি করে তার পরিবার। অপহরণের মামলাও রুজু করা হয়। সেই মতো তদন্ত শুরু করে পুলিশ। শনিবার মহারাষ্ট্রের থানের কাছে একটি খাঁড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিমানে গৃহত্যাগী, ৯ দিন পর মিলল কিশোরীর দেহ