নয়াদিল্লিঃ সোনার দোকানের(Jewellery Shop) ড্রেসিং রুমে(Dressing Room) লুকানো ক্যামেরা(Hidden Camera)। আর তা দিয়েই প্রতিনিয়ত মহিলা সহকর্মীর(Female Colleagues) ভিডিয়ো(Video) তোলা, এই অভিযোগ উঠল থানের(Thane) এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানের চিতলসার এলাকার একটি সোনার দোকানে। ২৩ অগস্ট ঘটনাটি জানাজানি হয়। জামাকাপড় পরিবর্তন জরতে ড্রেসিং রুমে ঢোকেন ওই দোকানের এক কর্মচারী। সেখানে তিনি বুঝতে পারেন লুকানো কোনও মাধ্যম মারফত তাঁকে কেউ দেখছেন। এরপরই এমারজেন্সি অ্যালার্ম বাজান তিনি। সঙ্গে-সঙ্গে ড্রেসিং রুমে আসেন অন্যান্যরা। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেম ধৃত প্রতীক মাহাত্রে। তবে তাকে হাতেনাতে ধরা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দোকানেই কাজ করে প্রতীক। বেশ কিছুদিন ধরেই ড্রেসিং রুমে লুকানো ক্যামেরা দিয়ে মহিলা সহকর্মীদের ভিডিয়ো শুট করতো সে। ইতিমধ্যেই ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
ড্রেসিং রুমে ক্যামেরা লুকিয়ে গ্রেফতার যুবক
STORY | Man booked for filming woman in changing room of jewellery shop.
READ: https://t.co/ds7OkLcOxc pic.twitter.com/BSJ7oXbtfv
— Press Trust of India (@PTI_News) August 26, 2024