নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan)ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ভগবানের (God) দর্শন করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ১৮ জনের। গুরুতর জখম আরও ৬ জন। জানা গিয়েছে, রবিবার দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের যোধপুর জেলার ভারতমালা এক্সপ্রেসওয়েতে। ভগবানের দর্শনে কোলায়েত মন্দিরে গিয়েছিলেন ওই পুণ্যার্থীরা। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে পুণ্যার্থীদের টেম্পো ট্রাভেলারটি। প্রবল সংঘর্ষের জেরে দুমড়েমুচড়ে যায় দু'টি গাড়িই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। শুরুতে মৃতদেহগুলি উদ্ধার করতে বেশ বেগ পেতে হচ্ছিল প্রশাসনকে। পরে গ্যাস কাটার দিয়ে কেটে ধ্বংসস্তূপ থেকে দেহগুলি উদ্ধার করা হয়।
যোধপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১৮, আহত ৬
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই যোধপুরের ফালোদি এলাকার বাসিন্দা। মৃতদেহ গুলি শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও টেম্পোটিকে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট।
ভগবানের দর্শন সেরে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ পুণ্যার্থীর, আহত আরও ৬
𝟏𝟓 𝐝𝐞𝐚𝐝 𝐚𝐬 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥𝐥𝐞𝐫 𝐜𝐫𝐚𝐬𝐡𝐞𝐬 𝐢𝐧𝐭𝐨 𝐩𝐚𝐫𝐤𝐞𝐝 𝐭𝐫𝐮𝐜𝐤 𝐢𝐧 𝐉𝐨𝐝𝐡𝐩𝐮𝐫, 𝐏𝐌 𝐜𝐨𝐧𝐝𝐨𝐥𝐞𝐬 𝐝𝐞𝐚𝐭𝐡
According to Phalodi Superintendent of Police Kundan Kanwaria, the victims were returning to Jodhpur after visiting the Kolayat temple,… pic.twitter.com/EUA76XPO5F
— IndiaToday (@IndiaToday) November 2, 2025