
Tej Pratap Yadav: বিতর্কিত ডিভোর্সের পর এবার নিজের ১২ বছরের পুরনো পোগন প্রেমের কথা জানালেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)। ২০১৮ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয় হয়েছিল তেজপ্রতাপের। কিন্তু বিয়ের পরই ব্যাপক বিবাদ হয়েছিল দুজনের। সেই বিতর্কের ঝড় আদালত পর্যন্ত গড়িয়েছিল। লালুর বড় ছেলে মাদকে আসক্ত, মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী ঐশ্বর্যা। তা নিয়ে দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমে বড়ভাবে কভারেজও হয়েছিল। তেজপ্রতাপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। এরই মাঝে মলদ্বীপে ঘুরতে গিয়ে বিহারের প্রাক্তন মন্ত্রী তথা আরজেডি নেতা তেজপ্রতাপ তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, ১২ বছর ধরে থাকা তার প্রেমিকা অনুষ্কা যাদবের নাম। তার মানে তিনি যখন বিয়ে করেছিলেন, তখনও সেই মহিলার সঙ্গে লালুর বড় ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরে অবশ্য তেজ প্রতাপ সেই পোস্ট ডিলিট করে দেন। টুইটারে কয়েকজন দাবি করেন, তেজ প্রতাপের ফেসবুক হ্যাক হয়েছে। তবে হ্যাক হওয়ার কোনও খবর নিশ্চিত করা হয়নি।
তেজপ্রতাপের সম্পর্ক: ২০১৩ সাল থেকে প্রেম অনুষ্কাকে, ২০১৮ সালে বিয়ে ঐশ্বর্যা-কে
লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব তার উচ্চশিক্ষিত ভাই তেজস্বী যাদবের ছায়ায় ঢাকা থাকেন। বড় ছেলে হলেও তেজপ্রতাপ নয়, লালুর উত্তরসূরি হিসেবে আরজেডি-র দায়িত্ব ছোট ছেলে তেজস্বীর কাঁধে। ৩৫ বছরের তেজস্বী এখন আরজেডি-র নেতৃত্বে বিহারের বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। সেখানে ৩৭ বছরের তেজপ্রতাপ যাদব তার ভাইয়ের ছায়ায় ঢেকে দলে গুরুত্বহীন পদে আছেন। নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী, সেখানে দাদা তেজপ্রতাপ ছিলেন কম গুরুত্বের মন্ত্রকে।
গোপন প্রেমিকা অনুষ্কা যাদবের সঙ্গে তেজ প্রতাপের
12 साल के लम्बे प्रेम प्रसंग के बाद तेजप्रताप यादव ने फेसबुक के माध्यम से अपने प्यार का इजहार किया है..!#TejPratapYadav pic.twitter.com/GSBzPPWhKl
— Karan Yadav (@karanyadav165) May 24, 2025
বারবার বেঁফাস কথা বলেন তেজপ্রতাপ
আসলে তেজস্বী যতই তুখোড় কথা বলেন, রাজনৈতিক জ্ঞানে তীক্ষ্ম, ঠিক ততটাই উল্টো তেজপ্রতাপের ক্ষেত্রে। বেফাঁস, যুক্তিহীন কথা বলে দলকে বিপদে ফেলেন তেজপ্রতাপ। রাজনৈতিক জ্ঞানও তেমন প্রখর নন তেজপ্রতাপের। তাই লালু, রাবড়ী দেবী তার ছোট ছেলেকেই রাজনীতিতে তাদের আসল উত্তরসূরিকে বেছে নিয়েছেন। তবে সহজ, সরল, মানুষকে ভালবাসা তেজপ্রতাপেরও অনুরাগীর সংখ্য়া অনেক। ৩৭ বছরের সেই তেজপ্রতাপ তার ব্যক্তিগত জীবন নিয়ে বড় খবর দিলেন। লালুর বড় ছেলে জানালেন, তিনি ১২ বছর ধরে অনুষ্কা যাদবের সঙ্গে প্রেম করছেন। অনুষ্কার সঙ্গে তাঁর ছবিও দিয়েছিলেন তেজপ্রতাপ। আরজেডি নেতা তেজপ্রতাপ এখন মলদ্বীপে আছেন বলে জানা গিয়েছে। সেখান থেকেই এই পোস্ট করে, পরে ডিলিট দেন বলে খবর।
এবার আসন বদল করে লড়বেন তেজপ্রতাপ
প্রসঙ্গত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ, বারড়ি দেবীর ছোট ছেলে তেজস্বী ৩১ বছর বয়েসে বিয়ে করেন। আর বড় ছেলে তেজপ্রতাপ ৩০ বছর বয়েসে বিয়ে করেছিলেন। আর মাস কয়েক পরেই বিহারে বিধানসভা নির্বাচন। আরজেডি-র টিকিটে তেজ প্রতাপ যাদব সমস্তিপুরের হাসানপুরের পরিবর্তে বৈশালী জেলার মহুয়া আসন থেকে লড়বেন।