নয়াদিল্লিঃ বাইকে (Bike) বসে রাহুল গান্ধী(Rahul Gandhi)। আচমকা তাঁর দিকে ছুটে এলেন এক যুবক। কোনও কিছু না বলে কংগ্রেস যুবরাজকে জড়িয়ে দিলেন চুমু। এই ঘটনায় শোরগোল বিহারে। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ায়। এদিন এসআইআর(SIR)-এর বিরোধিতায় বিহারের রাস্তায় ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল। উল্লেখ্য,১৬ দিনে বিহারের ২০টি জেলায় ঘুরে প্রচার করবেন রাহুল। সেই মতো রবিবার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বাইক রালিতে যোগ দেন তিনি। সেই সময়ই এই ঘটনা ঘটে।
বিহারে রাহুলের র্যালিতে শোরগোল, ভাইরাল ভিডিয়ো
এক লাল জামা পড়া যুবক এসে কংগ্রেস সাংসদের গালে চুমু দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ছুটে আসেন কংগ্রেস নেতাকর্মীরাও। যুবককে টেনে সরিয়ে নিয়ে যান তাঁরা। যুবককে পরে চড় মারা হয় বলে অভিযোগ। কে এই যুবক কীভাবে ওই র্যালির মাঝে ঢুকে পড়েন তিনি সেই সম্বন্ধে এখনও পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এটি কংগ্রেসের নেতার কোনও অনুরাগীরই কাজ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই মুহূর্তের ভিডিয়ো।
রাহুল গান্ধীকে প্রকাশ্যে জাপটে চুমু, বিহারের ঘটনায় শোরগোল, ভাইরাল ভিডিয়ো
Voter Adhikar Yatra के दौरान Rahul Gandhi को बीच रोड पर लड़के ने Kiss कर दिया, दौड़कर आया, फिर..?#VoterAdhikarYatra #RahulGandhi #TejashwiYadav #BiharNews #LiveCities pic.twitter.com/aywQLolUg7
— Live Cities (@Live_Cities) August 24, 2025