প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ পিকনিক (Picnic) করতে এসে বিপত্তি জলপ্রপাতে(Waterfalls) ভেসে গেলেন তিন পড়ুয় ঘটনায় একজনের মৃত্যুর খবর মিলেছে বাকিরা নিখোঁজ(Missing)জানা গিয়েছে, শনিবার ডিমা হাসাও জেলার ওই বুলসোল ফলসের কাছে পিকনিক করতে গিয়েছিলেন অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত পড়ুয়া সেখানেই তাঁদের মধ্যে একজন জলপ্রপাতে পড়ে যান তাঁকে বাঁচাতে জলে নেমে তলিয়ে যান আরও দুই পড়ুয়া তাঁদের খোঁজে শুরু হয় অনুসন্ধান অনেক খোঁজাখুঁজির পর ২০ বছরের এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় মৃত পড়ুয়া উত্তরপ্রদেশের বাসিন্দা বলে খবর বাকি দু'জন এখনও নিখোঁজ তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি অভিযান অন্যদিকে মৃত পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায়া এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে বিপত্তি, জলপ্রপাতের জলে ভেসে গেল ৩ পড়ুয়া, মৃত ১