প্রয়াগরাজ: জনপ্রিয়তার (popular) জন্য, সবার কাছে পরিচিত হওয়ার জন্য গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া আতিক আহমেদ (gangster-turned politician Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফকে (Ashraf) খুন করেছে (kill) বলে জানাল তিন খুনি। রোমহর্ষক এই কাণ্ড ঘটানোর জন্য রীতিমতো আগে থেকে পরিকল্পনা তারা সব কিছু করেছে বলেও স্বীকার করেছে।
"We wanted to kill gangster-turned politician Atiq Ahmed and his brother Ashraf to become popular," said the three shooters involved in the killing of Atiq-Ashraf in Prayagraj yesterday, to police during interrogation, as mentioned in the FIR https://t.co/QZZBw0OSKN
— ANI (@ANI) April 16, 2023
পুলিশের তরফে দায়ের করা এফআরআরে (FIR) জানানো হয়েছে জেরায় ধৃতরা জানিয়েছে, জনপ্রিয় হওয়ার জন্যই গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া আতিক আহমদ ও তার ভাই আশরাফকে খুন করতে চাইত তিন শুটার। এর জন্য তারা যখনই খবর পায় আতিক ও আশরাফকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হচ্ছে তখনই সাংবাদিক (journalists) সেজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঘুরতে থাকে। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আতিক ও তার ভাইকে খুন করে।
"After getting the info that Atiq and Ashraf have been taken into police custody, we posed as journalists and started living among the local journalists and were planning to kill both of them," said the three shooters involved in the killing of Atiq-Ashraf in Prayagraj yesterday,…
— ANI (@ANI) April 16, 2023