নয়াদিল্লিঃ গোপাল খেমকার খুনের পর বিহারে ফের হত্যা। এবার প্রকাশ্যে গুলি করে খুন করা হল বেসরকারি স্কুলের মালিককে। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার খাগৌলে এলাকায়। জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম অজিত কুমার। বয়স ৫০। বিহারের মুস্তাফাপুর এলাকার বাসিন্দা। পাটনায় একটি বেসরকারি স্কুল চালাতেন তিনি। রবিবার স্কুল থেকেই ফিরছিলেন ওই ব্যক্তি। পথে মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। কে বারা এই খুনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে খুন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই টনাস্থলে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে ফরেন্সিক দল। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। পাটনা পুলিশের তরফে সিট গঠন করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিহারে ফের খুন, প্রকাশ্যে রাস্তায় গুলি করা হল স্কুল মালিককে
গত সপ্তাহেই বিহারে ব্যবসায়ী গোপাল খেমকার খুন হয়েছেন। সেই হত্যাকাণ্ডের কিনারা এখনও হয়নি। এরই মাঝে আবার খুনের ঘটনায় প্রশ্নের মুখে বিহারের আইনশৃঙ্খলা। প্রকাশ্যে কীভাবে একের পর এক খুনের ঘটনা ঘটছে প্রশ্ন তুলছেন বিরোধীরা। উল্লেখ্য, গোপাল খেমকার খুনের ঘটনার পর বিহারকে দেশের ‘ক্রাইম ক্যাপিটাল’ বলে আখ্যা রাহুল গান্ধীর।
প্রকাশ্যে চলল গুলি, খুন বেসরকারি স্কুলের মালিক
Patna में रविवार को बदमाशों ने एक स्कूल संचालक की गोली मारकर हत्या कर दी. हत्याकांड को उस वक्त अंजाम दिया गया, जब स्कूल संचालक अपनी स्कूटी से घर लौट रहे थे. देखिए वीडियो...#patna #murder #school #BiharTakLatestNews pic.twitter.com/s3orHfFEUy
— Bihar Tak (@BiharTakChannel) July 7, 2025