রোজগার মেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যসূচীকে কটাক্ষ কংগ্রেসের। কংগ্রেস কমনিউনিকেশন ইনচার্জ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে তোপ দাগেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর রোজগার মেলা, মুখ রক্ষার একটি অংশ শুধুমাত্র।যিনি বেকার যুবকদের প্রতি বছর ২ কোটি কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়ের পাশাপাশি তিনি নোটবন্দি, জিএসটি এবং লকডাউনের মাধ্যমে এমএসএমই সেক্টরেকে ধ্বংস করেছেন বলে অভিযোগ তুলেছেন জয়রাম রমেশ।
সোমবার আধাসামরিক বাহিনীর বিভিন্ন দফতরে ৫১ হাজার চাকরিপ্রার্থীকে নিযুক্তিকরনের পত্র দেন প্রধানমন্ত্রী। দেশের ৪৫ টি কেন্দ্রে এরকম রোজগার মেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কাজের সুযোগের ব্যাপারে জানাতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী জানান, অটোমোবাইল এবং ফার্মা সেক্টরে প্রতিনিয়ত কাজের চাহিদা বাড়ছে। এবং আগামীদিনে এগুলি ব্যপক কর্মসংস্থানের সৃষ্টি করবে। এছাড়া দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে খাবার থেকে ফার্মা, স্পেস থেকে স্টার্টআপস. প্রত্যেকটি সেক্টরের বৃদ্ধির প্রয়োজন বলে জানান তিনি।
Prime Minister Rozgar Mela is nothing but a face-saving exercise of #NarendraModi, who has failed to fulfill his tall promise of providing 2 crore jobs to unemployed youth of nation every year, veteran #Congress leader #JairamRamesh said.
Slamming PM, Ramesh, who is also… pic.twitter.com/sUkM2T41nR
— IANS (@ians_india) August 28, 2023