Rajshree More Alleges MNS leader's Son (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ জুলাই: মদ্যপ অবস্থায় রাজশ্রী মোরের গাড়িতে ধাক্কা। তারপর একটানা অপমান এবং অশ্লীলতা। এমএনএস নেতার ছেলের বিরুদ্ধে এবার এমনই অভিযোগ করলেন রাজশ্রী মোরে (Rakhi Sawant's Friend Rajshree More)। যিনি রাখি সাওয়ান্তের এক সময়ের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। নেইল আর্টিস্ট রাজশ্রী মোরে অভিযোগ করেন, মুম্বইয়ের এমএনএস নেতা জাভেদ শেখের ছেলে রবিবার রাতে অন্ধেরিতে মত্ত হয়ে গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় জাভেদ শেখের ছেলে খালি গায়ে মদ্যপ অবস্থায় রাখির এক সময়ের বন্ধু রাজশ্রীর গাড়িতে ধাক্কা দেন। এরপর খালি গায়ে গাড়ি থেকে বেরিয়ে এসে তিনি গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ রাজশ্রীর। মুম্বইয়ের (Mumbai Woman) ওই মহিলা এরপর জাভেদ শেখের ছেলের বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। প্রায় নগ্ন অবস্থায় জাভেদ শেখের ছেলে রাহিল গালিগালাজ শুরু করেন রাজশ্রীকে।

শুধু তাই নয়, রাহিলের ওই ব্যবহারে রাজশ্রী চিৎকার, চেঁচামেচি জুড়ে দিলে, রাহিল পালটা উত্তর দেন। রাহিল বলেন, 'আমার বাবা এমএনএসের সহসভাপতি রাজ্যের'।

যা শুনে আরও চোটে যান রাজশ্রী। তিনি বলেন, 'আপনি যান পুলিশের কাছে, তারপর বলুন আমি জাভেদ শেখের ছেলে। তারপর দেখুন কী হয়।' রাজশ্রী মোরের সঙ্গে রাহিলের যখন বাকবিতণ্ডা শুরু হয়, সেই সময় রাখির বন্ধুকে শোনা যায় মারাঠিতে (Marathi) কথা বলতে।

দেখুন রাজশ্রী মোরের পোস্ট করা ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

এফআইআর দায়েরের সময়ও ভিডিয়ো পোস্ট করেন রাজশ্রী মোরে...

 

 

View this post on Instagram