ফের একজন বিজেপি নেতার উপর কালি হামলার (Ink Attack On BJP leader) ঘটনা ঘটল। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাউ (Mau) জেলার ঘোসি (Ghosi) বিধানসভায় উপনির্বাচনের (by poll) প্রচার করছিলেন (campaigning) বিজেপি প্রার্থী দারা সিং চৌহান (BJP candidate Dara Singh Chauhan)। সেই সময় তাঁর মুখে কালি ছোঁড়ে এক ব্যক্তি।
এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সূত্রের খবর, বিজেপি প্রার্থীর উপর কালো কালি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।
Mau: Bharatiya Janata Party (#BJP) leader and assembly election candidate from Ghosi, #DaraSinghChauhan, faced an ink attack when he was campaigning for bypoll.
Black ink was thrown at BJP leader and incident was caught on camera. The video is going viral on social media. As per… pic.twitter.com/2DRRKrjxp4
— IANS (@ians_india) August 20, 2023
VIDEO | Ink was thrown at BJP candidate Dara Singh Chauhan in Mau, Uttar Pradesh during the election campaign, earlier today. "Efforts are underway to nab the accused," said Additional SP Mahesh Singh Attri. pic.twitter.com/vE1VE4zCiR
— Press Trust of India (@PTI_News) August 20, 2023