নয়াদিল্লিঃ এ বার মৃতদেহের(Deadbody) চোখ উপড়ে নেওয়ার অভিযোগ সরকারি হাসপাতালের(Government Hospital) বিরুদ্ধে। এই অভিযোগে তুলকালাম পাটনার(Patna) হাসপাতালে। যদিও হাসপাতাল(Hospital) কর্তৃপক্ষের যুক্তি, ইঁদুরে(Rat) খুবলে নিয়ে চোখ। এই ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার নালন্দা(Nalanda) মেডিক্যাল কলেজ হাসপাতালে। তলপেটে গুলি লাগে ফান্টুস কুমার নামক এক ব্যক্তির। এই হাসপাতালে আইসিউওতে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাঁর। রাত ১ টা পর্যন্ত হাসপাতালেই ছিল মৃতদেহ। এরপর পরিবারের হাতে তা তুলে দেওয়া হয়। আর মৃতদেহ পেয়ে তাঁর পরিবারের লোকজন লক্ষ্য করেন ফান্টুস কুমারের বাম চোখ নেই। এরপরই ক্ষোভে ফেটে পড়ে তাঁর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষকেই এই ঘটনায় কাঠগরায় দাঁড় করিয়েছে মৃতের পরিবার। তাঁদের দাবি, ফান্টুস কুমারের চোখ উপড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে হাসপাতালের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পাটনা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ।
উধাও মৃতদেহের এক চোখ, সরকারি হাসপাতালে ছড়াল উত্তেজনা
Bihar Shocker: Dead Man’s Eye Goes Missing At Nalanda Medical College and Hospital in Patna, Doctors Blame Rats (Watch Video) https://t.co/9wGE3mdKFq#Bihar #Patna #Rats #ViralVideo @PriyanshuVoice
— LatestLY (@latestly) November 17, 2024
কী বলছেন মৃতের পরিজনেরা?
Patna, Bihar: At Patna's NMCH hospital, one eye was found missing from a deceased body. The victim, a man with a gunshot wound, had come to NMCH for treatment yesterday. The deceased's family has accused the doctor in the case. Upon receiving information about the incident, the… pic.twitter.com/X9mobjIyPy
— IANS (@ians_india) November 16, 2024