নয়াদিল্লিঃ বুধবার আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ(Parliament )। শীতকালীন অধিবেশনের(Winter Session) শেষ দিন সরগরম সংসদীয় রাজনীতি। কংগ্রেস-বিজেপি(BJP) সাংসদের(Member Of Parliament) ধাক্কাধাক্কিতে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ( Pratap Chandra Sarangi)। আর এই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনলেন বিজেপি সাংসদ। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির। মল্লিকার্জুন খড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও বিজেপি নেতার অভিযোগে মুখ খোলেননি কংগ্রেস যুবরাজ। জানা গিয়েছে, কংগ্রেস সংসদীয় কমিটি বৈঠকের পরেই উত্তেজনার সূত্রপাত। বৈঠক শেষে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা। এই মিছিলের নেতৃত্ব দেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলছিল প্রতিবাদ। সেই ফাঁকেই রাহুল গান্ধী সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাঁকে বাঁধা দেন বিজেপি সাংসদরা। এরপরই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
শীতকালীন অধিবেশনে উত্তাল সংসদ
Amid a showdown between Congress and BJP on Parliament premises over the Ambedkar row, BJP MP Pratap Chandra Sarangi reportedly sustained minor head injuries.#RahulGandhi #AmitShahInRajyaSabha #BJP #Congress #RajyaSabha #AmbedkarAmbedkar https://t.co/8AqLYOEkyn pic.twitter.com/KRTxzJd4tW
— News18 (@CNNnews18) December 19, 2024