নয়াদিল্লিঃ এবার মিরাটের (Meerut) স্মৃতি ফিরল রাজস্থানে(Rajasthan)। নীল ড্রাম (Blue Drum) থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের তির্জারা জেলার আদর্শ কলোনিতে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম হংসরাম। ঘটনার পর থেকেই নিখোঁজ মৃতের স্ত্রী ও সন্তান। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফের নীল ড্রাম রহস্য, উদ্ধার যুবকের দেহ
জানা গিয়েছে, হংসরাম উত্তরপ্রদেশের শাহজাহানপুর এলাকার বাসিন্দা। গত দেড় মাস আগে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কিষাণগড়বাসের আদর্শ কলোনিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ওই এলাকার একটি ইটভাটাতে কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে পচা দুর্গন্ধ পান এক প্রতিবেশী। তিনিই অন্যান্য বাসিন্দাদের একথা জানান। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে ওই ভাড়া বাড়ির ছাদে থাকা একটি নীল ড্রাম থেকে উদ্ধার করে হংসরামের পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ সূত্রে খবর, হংসরাম মদে আসক্ত ছিলেন। শনিবার থেকে নিখোঁজ তাঁর পরিবার। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের মিরাটে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে এক মহিলা। নীল ড্রাম থেকে উদ্ধার হয় পচাগলা দেহ।
মিরাট হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিল রাজস্থান, নীল ড্রাম থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ
Now blue drum shocks Khairthal-Tijara, man found dead; wife, kids, landlord's son missing
More: https://t.co/oDqpLPFOk2#FirstIndia #PowerCorridors #ExclusiveNews #NewsUpdate #KhairthalTijara #DrumMurderCase #Hansaram #CrimeNews #Rajasthan #MurderMystery #PoliceInvestigation pic.twitter.com/LE0Mp1qPTm
— First India (@thefirstindia) August 18, 2025