নয়াদিল্লিঃ নয়ডায় (Noida) বস্তিতে (Slum) আগুন (Fire)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৩ নাবালিকার। জানা গিয়েছে, বুধবার ভোরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার সেক্টর ৮ (Noida Sector 8) -এর কাছে একটি বস্তিতে আগুন লাগে। এই ঘটনায় প্রথমে আহত হন এই তিন নাবালিকার মা বাবা। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন তাঁরা। কিন্তু মৃত্যু হয় তিন সন্তানের। শর্ট সার্কিটের ফলে আগুন লাগে বলে খবর। সেই সময় বস্তির একটি ঝুপড়িতে মেয়েদের নিয়ে ঘুমাচ্ছিলেন তাঁরা। আচমকা আগুন লাগতে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ততক্ষণে ভিতরে আগুনে পুড়ে ঝলসে গিয়েছে তাঁদের তিন সন্তান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত্যু হয়। জেলাশাসক মণীশ বর্মা জানিয়েছেন, বুধবার ভোর ৩ টে থেকে ৪ টের মধ্যে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশবাহিনী। নিহত নাবালিকাদের বাবা ৭০ শতাংশ পুড়ে গিয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মায়ের অবস্থা স্থিতিশীল বলে খবর। নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলাশাসক। তিনি বলেন, "নিহত নাবালিকাদের বাবা পেশায় একজন ই-রিক্সাচালক। মইনপুরির বাসিন্দা তাঁরা। আমরা এই ঘটনার তদন্ত করছি। সরকারের তরফে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।"
Three minor girls die in fire at slum in Noida, two injured
Read @ANI Story | https://t.co/5AHzPLaRTU#Noida #slums #fire #UttarPradesh pic.twitter.com/iLTRY2OC4f
— ANI Digital (@ani_digital) July 31, 2024