নয়াদিল্লি: বৃহস্পতিবার কর্নাটকের (Karnataka) ছটি লোকশনে (location) হানা (raid) দিয়ে শিবামোগ্গা আসএসআই়এস ষড়ষন্ত্র মামলার (Shivmogga) সঙ্গে যুক্ত দুই অপারেটিভকে (Two ooertive) গ্রেপ্তার (Arrest) করল জাতীয় তদন্তকারী সংস্থা (Natioanl investigon Agency) এনআইএ (NIA)।
সূত্রের খবর অনুযায়ী, সন্ত্রাসবাদ বিরোধী সংস্থা (Anti-terror agency) কর্নাটকের (Karnatak) দক্ষিণ কানাডা (Daskshinab Kanda), শিবমোগ্গা (Sivamogga), দাবানাগারে (Davangare) এবং বেঙ্গালুরুর (Bengaluru) জেলাগুলিতে হানা দিয়ে শিবমোগ্গা জেলা থেকে আইসিসির (ISISI) দুই অপারেটরকে গ্রেফতার করা হয়।
দুজন অপারেটিভকর নামে গত বছরের ১৯ সেপ্টেম্বর শিবগোম্মা জেলার শিবমোগ্গা গ্রামীণ পুলিশের কাছে ওই দুই ব্যক্তির নামে একটি মামলা দায়ের হয় তারপর থেকে তাদের খোঁজ চলছিল। এরপর অভিযুক্তদের নামে ১৫ নভেম্বর পুনরায় একটি মামলা দায়ের করে জাতীয় তদন্তকারী সংস্থা। আরও পড়ুন Mamata Banerjee: বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়
সূত্রের খবর, গ্রেফতার হওয়া ওই আইএসআইএসের অপারেটিদের শনাক্ত করে গেছে। তাদের নাম হল, রেশন থাজুউদ্দিন ও শেখ হুজাহির ফারহান বেগ। এই দুই ব্যক্তির বাড়ি কর্নাটক । এর আগেও এই মামলা দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভূসর্গে ইসলামিক স্টেটের বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। এবং আরও মাশকতার ছক কষছিল। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন ভারতের ঐক্য, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত ছিল। যার সমস্ত প্রমাণ সংগ্রহ করে রাখা আছে।
ISIS conspiracy case: NIA raids six locations in Karnataka, arrests two operatives
Read @ANI Story | https://t.co/02irKXZCJa
#ISIS #NIA #Raids pic.twitter.com/nql8lTVJNK
— ANI Digital (@ani_digital) January 5, 2023