XXX Star Bethany Lily April- বিশ্বকাপ ক্রিকেটে জয়ের আনন্দে ভাসছে গোটা ইংল্যান্ড। ফুটবল, রাগবি-র পর এবার জাতীয় খেলা ক্রিকেটেও বিশ্বসেরা হয়ে রানির দেশ সেলব্রেশনে ভাসছে। রুনিদের দেশে এখন জাতীয় হিরো ইয়ন মর্গ্যান, বেন স্টোকসরা। লন্ডন থেকে ম্যানচেস্টার-বার্মিংহ্যাম- সর্বত্র বিশ্বজয়ের আনন্দে চলছে। আর এমন সময়ে প্রচারের আলো কাড়তে একেবারে নগ্ন হয়ে সেলিব্রেশেন করলেন ইংল্যান্ডের পর্নস্টার বেথানে লিলি এপ্রিল।
ওয়েবকাম মডেল ও পর্নস্টার লিলি এপ্রিল দেশ বিশ্বকাপ জেতার পরেই ঘোষণা করেন, তিনি নগ্ন হয়ে দেশের বিশ্বজয়ী ক্রিকেটারদের পুরস্কার দিলেন। সঙ্গে এই পর্নস্টারের ঘোষণা বিশ্বকাপ জয়ী দেশের ক্রিকেটার-র রাজি থাকলে তিনি সেক্সে যেতেও রাজি। আরও পড়ুন- মুম্বইয়ের বৃষ্টিতে একা একাই রাস্তায় সানি লিওন, দেখুন মেঘলা দিনে সানি-র রোদ ওঠা হাসি (ছবিতে)
Well done England #CricketWorldCup2019 pic.twitter.com/Yla9dkI1VH
— Bethany lily april (@BethanyLilyA) July 14, 2019
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের আনন্দে নিজের টুইটারে তাঁর বেশ কিছু নগ্ন ও অর্ধনগ্ন ছবি পোস্ট করে পর্নস্টার লিলি লেখেন, ''আমার সব কিছু দেশের বিশ্বজয়ী ক্রিকেটারদের দিয়ে দিতে রাজি আছি।''
খেলায় জয়ের সেলিব্রেশনের সঙ্গে নগ্নতাকে জড়িয়ে খবরে আসার ঘটনা কিন্তু বিশ্বের অনেক জায়গাতেই আছে। আমাদের দেশে যেমন পুনম পান্ডে, শার্লিন চোপড়া-রা কখনও টিম ইন্ডিয়া, কখনও কেকেআর-এর জয়ের আনন্দে নগ্ন ভিডিও-ছবি পোস্ট করে খবরে আসেন। গত কোপা আমেরিকায় ভেনেজুয়েলার জিতলে একসঙ্গে আট জন মডেল সম্পূর্ণ নগ্ন হওয়ার ঘোষণা করেছিলেন। চিলি, উরুগুয়েতেও বিশ্বকাপের সময় একই ঘটনা ঘটেছিল। জার্মানি, আমেরিকা যুক্তরাষ্ট্রতে কখনও ফুটবল, কখন বেসবল, কখনও ফর্মুলা ওয়ানে হয় এমন ঘটনা। মোট কথা-খেলার সঙ্গে নগ্নতাকে জড়িয়ে নিজের প্রচারের বড় একটা প্রবণতা এখন বিশ্বজুড়ে ছড়িয়েছে।