নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চাঞ্চল্যকর ঘটনা। খাবারে বিষ (Poison) মিশিয়ে স্বামী-সহ (Husband) পরিবারের সবাইকে খুনের (Murder) চেষ্টার অভিযোগ মহিলার বিরুদ্ধে। গ্রেফতার মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার মালকিয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, খাবারে বিষ মিশিয়ে পরিবারের সকলকে মারার পরিকল্পনা করে ওই মহিলা। রবিবার রাতে রান্না করার সময়ই ময়দায় বিষ মিশিয়ে দেয় সে। জানা গিয়েছে, রুটি খাওয়ার সময় তাতে অন্যরকম একটা গন্ধ পান সকলে। সন্দেহজনক গন্ধ পাওয়ার পর মহিলাকে জিজ্ঞেস করলে মহিলা স্বীকার করেন খাবারে সালফাস মেশানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার স্বামী ব্রিজেশ কুমার মৌর্য কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। কয়েকদিন আগেই দেশে ফিরেছেন তিনি। এই ঘটনার পর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনিই। পরে পুলিশকে তাঁরা জানান, স্ত্রী মালতী যখন রান্নাঘরে রান্না করছিলেন তখন অদ্ভুদ একটা গন্ধ পান বাড়ির সকলে। এরপরই মালতীকে চেপে ধরেন সবাই। স্বামীর কাছে খাবারে বিষ মেশানোর বিষয়টি স্বীকার করেন তিনি। কিন্তু কেন এই পরিকল্পনা? মালতী জানান, পরিবারের সকলের ব্যবহারে খুব বিরক্ত ছিলেন তিনি তাই এই পরিকল্পনা করেন।
পরিবারের ব্যবহারে তিতিবিরক্ত, স্বামীসহ পরিবারের ১০ জনকে খুনের পরিকল্পনা মহিলার
🚨 🚨 #BreakingNews Woman tries to kill 10 family members by poisoning flour in UP https://t.co/KUuxJlJwfp
Click here for best #amazon deals: https://t.co/WH6io9nrWX#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) July 21, 2025