নয়াদিল্লিঃ পারিবারিক অশান্তির জের। স্ত্রীর (Wife) মুণ্ডু কেটে দিল স্বামী(Husband)। সম্প্রতি হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)ভিওয়ান্ডিতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তরুণীর সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় ওই তরুণের। বিয়ের পর থেকেই নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগে থাকত। সম্প্রতি বিবাদ চরমে পৌঁছয়। এরপরই রাগের বশে স্ত্রীকে খুন করে যুবক। শুধু তাই নয়, খুন করে দেহ টুকরো-টুকরো করে এলাকার একটি ঝোপের ধারে ফেলে আসে সে। এরপর ঝোপের ধার থেকে উদ্ধার হয় তরুণীর কাটা মণ্ডু। এরপর শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কী কারণে খুন তা এখনও সঠিক জানা যায়নি। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই খুন। ইতিমধ্যেই দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পারিবারিক অশান্তির জের, স্ত্রীর মুণ্ডু কেটে দিল স্বামী
A domestic dispute appeared to be the reason behind the murder of the woman.#Woman #Husband https://t.co/VovzajZFe1
— News18 (@CNNnews18) September 3, 2025