নয়াদিল্লিঃ প্রকাশ্যে রাস্তায় তরুণীকে (Woman) যৌন হেনস্থা (Sexual Assault), মারধর। বেঙ্গালুরুর (Bengaluru) ঘটনায় শোরগোল নেটপাড়ায়। ভাইরাল ঘটনার সিসিটিভি ফুটেজ। হাসপাতালে মূল অভিযুক্ত। জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে রেণুকা ইয়েল্লাম্মা লেআউটে। বিকেল ৪ টে নাগাদ একাই বাজার করতে বেড়িয়েছিলেন ওই তরুণী। মাঝ রাস্তায় তাঁর পথ আটকায় একদল যুবক। সিসিটিভ ফুটেজে দেখা যাচ্ছে, পথ আটকে তরুণীকে কিছু বলছে তারা। আর মাথা নাড়ছেন তরুণী। বোঝাই যাচ্ছে যুবকদের কথায় অসম্মতি প্রকাশ করছেন তিনি। এরপরই ওই তরুণীকে অযাচিত ভাবে স্পর্শ করার চেষ্টা করতে থাকে ওই যুবকেরা। মহিলাকে চড় মারা হয়। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তরুণী।
বেঙ্গালুরুর রাস্তায় যৌন হেনস্থার শিকার তরুণী
চোখের সামনে এই ঘটনা দেখে তরুণীকে বাঁচাতে ছুটে আসেন কয়েকজন স্থানীয় যুবক। হাজির হন তরুণীর এক বন্ধুও। এরপরই অভিযুক্তদের সঙ্গে হাতাহাতি শুরু হয় ওই যুবকদের। শেষে তাদের হাত থেকে তরুণীকে রক্ষা করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। এখানেই শেষ নয়, এই ঘটনার কিছুক্ষণ পরে ওই তরুণীর পাড়ায় চড়াও হয় ওই যুবকের দল। তরুণীকে বাঁচাতে এসেছিলেন যাঁরা তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপর বানেরঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। পাল্টা অভিযোগ দায়ের করে ওই যুবকের দল। এরপরই তরুণীর বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মূল অভিযুক্ত।
প্রকাশ্যে তরুণীকে মারধর, যৌন হেনস্থা, ভাইরাল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
Blood boils watching this!#Bengaluru girl out to buy groceries groped, dragged, assaulted in broad daylight by a gang of 6 drunk men
Under Bannerghatta police station limits. They even stormed near her house, attacked locals who tried to help. All caught on CCTV
Is arrest… pic.twitter.com/JXyVqwa51T
— Nabila Jamal (@nabilajamal_) June 23, 2025