
নয়াদিল্লিঃপরকীয়ায় মগ্ন। প্রেমিকের (Boyfriend) সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে গিয়েছিলেন হোটেলে (Hotel)। কিন্তু সেখানে যে পুলিশ (Police)নিয়ে হাজির হবেন স্বামী তা স্বপ্নেও ভাবেননি মহিলা। কীভাবে পুলিশ ও স্বামীর হাত থেকে বাঁচবেন তা বুঝে উঠতে না পেরে হোটেলের ছাদ থেকে লাফ মহিলার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহিলার পালানোর সেই ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। কয়েক বছর আগে বিয়ে হয় এই দম্পতির। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে। বচসার জল গড়িয়েছিল থানাপুলিশ পর্যন্ত। স্বামী-স্ত্রীকে একসঙ্গে বসিয়ে সব মিটিয়ে একসঙ্গে সংসার কথাও বোঝানো হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি।
স্বামীর হাত থেকে বাঁচতে হোটেলের ছাদ থেকে ঝাঁপ স্ত্রীর
সূত্রের খবর, এই ঘটনার দিনও এসপি অফিসে ডাকা হয় ওই দম্পতিকে। সেখান থেকেই বাসে চেপে বাড়ি ফিরছিলেন মহিলা। মাঝপথে বাস থেকে নেমে প্রেমিকের বাইকে চেপে সোজা পৌঁছন ওই হোটেলে। স্ত্রীর উপর সন্দেহ হয় স্বামীর। স্ত্রী ও তাঁর প্রেমিকের পিছু নেন তিনি। খবর দেন পুলিশে। এরপর পুলিশ নিয়ে সেই হোটেলে পৌঁছতেই অস্বস্তিতে পড়েন মহিলা। কী করে পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে না পেরে
প্রায় ১২-১৩ ফুট উঁচু ছাদ থেকে লাফ দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিয়ো।
প্রেমিকের সঙ্গে হোটেলে, স্বামী পুলিশ নিয়ে হাজির হতেই ছাদ থেকে লাফ মহিলার, ভাইরাল ভিডিয়ো
यूपी : बागपत में प्रेमी संग होटल में पकड़ी गई पत्नी
◆ पुलिस व पति को देख छत से 12 फीट नीचे छलांग लगाकर हुई फरार
◆ वीडियो हुआ सोशल मीडिया पर वायरल#Baghpat | UP News | #UPPolice | #UttarPradesh pic.twitter.com/wHtMeo73yq
— News24 (@news24tvchannel) June 17, 2025