নয়াদিল্লিঃ স্ত্রীর (Wife) অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে মারধর। বাড়ি ফিরে প্যান্টে 'সুইসাইড নোট' লিখে আত্মঘাতী (Suicide) যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) ফারুখাবাদ এলাকায়। মৃতের নাম দিলীপ রাজপুত। ফারুখাবাদের ছেদা নাগলা এলাকার বাসিন্দা। সোমবার দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। অভিযোগ, দিলীপ রোজ দ্যপান করে এসে তাঁকে মারধর করেন। এরপরই থানায় ডেকে পাঠানো হয় দিলীপকে। বাবাকে নিয়ে থানায় আসেন দিলীপ। গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন যশবন্ত যাদব নামে এক পুলিশ কনস্টেবল, এমনটাই দিলীপের পরিবারের অভিযোগ। টাকা দিতে অস্বীকার কয়ায় তাঁকে মারধর করা হয়।
হেনস্থার জেরে আত্মঘাতী যুবক, শুরু তদন্ত
এরপরই বাড়িতে ফিরে আত্মহত্যার পরিকল্পনা করেন দিলীপ। সাদা প্যান্টে নীল কালিতে মনের সমস্ত যন্ত্রণার কথা লেখেন তিনি। কীভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে তাও লিখেছেন মৃত দিলীপ। শ্বশুর বানোয়ারি লালা, স্ত্রীর ভাই রাজু, রজনীশ রাজপুত নামে এক আত্মীয় এবং ওই দুই কনস্টেবল তাঁর কাছে টাকা দাবি করেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার তাঁর ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলীপের পরিবারের অভিযোগ, পুত্রবধূর কারণের হেনস্থার শিকার হয়েছিল ছেলে, আর তার জেরেই এই আত্মহত্যা।
Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
সাদা প্যান্টে নীল কালিতে লেখা মনের যন্ত্রণার কথা, পুলিশের মার খেয়ে আত্মঘাতী যুবক
Blue Ink, White Trousers: UP Man Dies By Suicide, Leaves Note On His Pants https://t.co/D8AIQ3uFO3 pic.twitter.com/NQD1eWdTBL
— NDTV (@ndtv) July 15, 2025