নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর মির্জাপুর জেলার কাছাওয়া এলাকায় একটি ট্রাক ও ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মধ্যরাতে মির্জাপুরের (Mirzapur) কাছোয়া স্টপের কাছে এই দুর্ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী, ট্রাক্টরে মোট ১৩ জন শ্রমিক যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ শ্রমিকের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য বারাণসীর ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। দেখুন-
मिर्ज़ापुर में बड़ा हादसा हादसा ट्रक और ट्रैक्टर की टक्कर में 10 मजदूरों की मौत 3 लोग घायल।
हादसा कछवा थाना क्षेत्र के प्रयागराज-वाराणसी हाइवे पर कटका पड़ाव के पास हुआ। मजदूर भदोही से छत की ढलाई का काम कर वाराणसी लौट रहे थे।तेज रफ्तार ट्रक ने पीछे से ट्रैक्टर को टक्कर मार दिया। pic.twitter.com/7kbfR9Gcsl
— Suresh Singh (@sureshsinghj) October 4, 2024
এই ভয়াবহ ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডলে লিখছেন, 'উত্তরপ্রদেশের মির্জাপুরে যে পথ দুর্ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। সেই সাথে সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিযুক্ত রয়েছে।' দেখুন-
उत्तर प्रदेश के मिर्जापुर में हुआ सड़क हादसा अत्यंत पीड़ादायक है। इसमें जान गंवाने वालों के शोकाकुल परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख…
— Narendra Modi (@narendramodi) October 4, 2024