নয়াদিল্লিঃ কর্মসূত্রে বাইরে থাকেন স্বামী(Husband) । আর সেই সুযোগে দীর্ঘদিন ধরে গৃহবধূকে শারীরিক নির্যাতন (Sexual Assault)। এবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে মুখ খুললেন নির্যাতিতা। অভিযোগ, দুই ননদাই মিলে লাগাতার যৌন নির্যাতন চালিয়েছে তাঁর উপর। ইতিমধ্যেই শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গৃহবধূকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ১
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে। অভিযোগকারিণীর স্বামী পেশায় বিএসএস জওয়ান। তাই কর্মসূত্রে বাইরে থাকেন তিনি। গ্রামেরই বাইরের অংশে একটি বাড়িতে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে থাকতেন ওই গৃহবধূ। নির্যাতিতার অভিযোগ, বাড়িতে কেউ না থাকলেই এসে হাজির হত দুই ননদাই অর্থাৎ ননদের বর। এরপরই চলত যৌন নির্যাতন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে পরে তা দেখিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হত। শুধু তাই নয়, নির্যাতিতার স্বামীকে সেই সব ভিডিয়ো দেখিয়ে স্ত্রীর বিরুদ্ধে উসকে দেওয়া হত। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। শ্বশুর-শাশুড়ি ও দুই মূল অভিযুক্ত-সহ মোট সাত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই হরিওম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।
কর্মসূত্রে বাড়ির বাইরে স্বামী, সেই সুযোগে গৃহবধূকে লাগাতার ধর্ষণ ২ ননদাইয়ের
Pilibhit Shocker: 2 Brothers-in-Law Rape Wife of BSF Jawan on Multiple Occasions, Blackmail Her Using Obscene Videos in Uttar Pradesh; 1 Arrested#Pilibhit #Rape #Blackmail #ObsceneVideos #BSWJawan #UttarPradesh
— LatestLY (@latestly) July 1, 2025
Read: https://t.co/EJkeRyKgcd
— LatestLY (@latestly) July 1, 2025