নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha)হাড়হিম করা ঘটনা। জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে অপহরণের অভিযোগ উঠল ট্রাক চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে জাতীয় সড়কের ধারে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। সেখান থেকেই মহিলাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রকাশ্যে রাস্তা থেকে অপহৃত মানসিক ভারসাম্যহীন মহিলা
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভদ্রক টাউনের কাছে জাতীয় সড়ক-১৬ সংলগ্ন রাস্তায়। জাতীয় সড়ক যখন প্রায় শুনশান তখন ধীর গতিতে দোকানের সামনে থামে একটি ট্রাক। বিপদের আঁচ পেয়ে ওই মহিলা নিজের ব্যাগপত্র নিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ান। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এরপর ডাইভারটি ছুটে মহিলার সামনে চলে আসে। মহিলাকে কোলে তুলে নিয়ে ট্রাকে তুলে পালায় চালক। এরপরের আর কোনও সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
জাতীয় সড়কে ভয়াবহ ঘটনা, মানসিক ভারসাম্যহীন মহিলাকে অপহরণ ট্রাক চালকের
On CCTV, Driver Kidnaps Mentally Challenged Woman, Sparks Massive Search https://t.co/qAqBHFOHMm pic.twitter.com/z4NrZbYMOe
— NDTV (@ndtv) October 3, 2025