নয়াদিল্লিঃ হাই সিকিউরিটি জ়োনে গাড়ির দৌড়াত্ম। রবি সকালে দিল্লিত রাষ্ট্রপতি ভবন থেকে সামান্য দূরে দুর্ঘটনা। প্রকাশ্যে এসইউভির দাপাদাপি। ফুটপাত ধরে হাঁটা দু’জন ব্যক্তিকে সজোরে ধাক্কা মারল বিলাসবহুল গাড়ি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় পথচারীর। গ্রেফতার চালক রবিবার ঘটনাটি ঘটেছে, দিল্লির চাণক্যপুরী এলাকায়। রাষ্ট্রপতি ভবন থেকে ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, এদিন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা মারে একটি সাদা 'থর' গাড়ি। প্রত্যক্ষ্যদর্শীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পথচারীর। পথের ধারে চার ঘণ্টা দেহটি পড়ে ছিল বলে দাবি স্থানীয়দের। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরপরই তদন্তে নেমে এসইউভি চালককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বয়স ২৬। অভিযুক্তের দাবি, নিজের নয় এক বন্ধুর গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ি চালাতে গিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা বলে দাবি তাঁর। যদিও তন্দ্রাচ্ছন্ন থাকার কারণে নাকি মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
রাষ্ট্রপতি ভবনের সামনে বেপরোয়া গাড়ির দাপাদাপি, রক্তাক্ত ২ পথচারী
Speeding Thar Rams Pedestrian In Chanakyapuri, Body Stays On Road For Hours https://t.co/quKoMP3bMG pic.twitter.com/QKGfl6pNLd
— NDTV (@ndtv) August 10, 2025