নয়াদিল্লিঃ থানেতে (Thane) ঘটনা। ড্রেন (Drain) থেকে উদ্ধার মহিলার কাঁটা মুণ্ডু। এখনও মহিলার পরিচয় জানা যায়নি বলে খবর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খুন করে দেহ ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। গায়ের গয়না দেখে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, থানের ভিয়ান্ডি এলাকার ইদগাহ রোডের কাছে। শনিবার দেহটি উদ্ধারের পরই পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।
থানেতে ছড়াল চাঞ্চল্য, ড্রেন থেকে উদ্ধার মহিলার মাথা কাটা দেহ
পিটিআই সূত্রে খবর, মহিলার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডু কাঁটা হয়েছে বলে অনুমান , ভিয়ান্ডি থানার পুলিশের। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, চলতি বছরে মহারাষ্ট্রে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে। মার্চ মাসেই পালঘরের বিরার সিটি এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন্দ দেহ। তার কয়েক দিন আগেই রাস্তার পাশে পড়ে থাকা স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। ওই মহিলাকে খুনের দায়ে গ্রেফতার করা হয় তাঁর স্বামীকে।
ড্রেন থেকে উদ্ধার মহিলার মুণ্ডুবিহীন দেহ, শুরু তদন্ত
Thane Shocker: Severed Head of Woman With Nose and Ear Jewellery Found in Drain Near Slaughterhouse in Bhiwandi, Probe Underway#Maharashtra #Thane #Bhiwandi #Murder
— LatestLY (@latestly) August 31, 2025
Read: https://t.co/hgA2JTofJv
— LatestLY (@latestly) August 31, 2025