বৈশালি: বিহারে মর্মান্তিক দুর্ঘটনার (Accident) ফলে মৃত্যু হল সাতজন শিশুর। জখম হয়েছেন আরও বহুজন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বৈশালি জেলার (Vaishali District) মেহনার (Mehnar) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লরি রাস্তার ধারে থাকা একটি ঘরে সজোরে ধাক্কা মারে। এর ফলে সেখানে শুয়ে থাকা সাতটি শিশুর মৃত্যু হয়। জখম হন আরও বহুজন।
Bihar | At least seven children dead, several feared injured after a truck rams into a roadside settlement in Mehnar of Vaishali district
Details awaited.
— ANI (@ANI) November 20, 2022
- দুর্ঘটনার খবর পেয়ে গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন।
President Droupadi Murmu expresses her deepest condolences to the families who lost their loved ones in a road accident in Vaishali, Bihar killing several people including children. pic.twitter.com/YOPeQ3JuKz
— ANI (@ANI) November 20, 2022
Prime Minister Narendra Modi has sanctioned ex-gratia of Rs 2 lakhs each for the next of kin of persons who lost their lives in the accident in Vaishali, Bihar and Rs 50,000 to the injured from PMNRF (Prime Minister's National Relief Fund): Prime Minister's Office pic.twitter.com/0MH5XC3RKy
— ANI (@ANI) November 20, 2022