এনসিপির সঙ্গ ছেড়েও ছাড়েননি দলের প্রতীক এবং কাকা শরদ পাওয়ারের (Sharad Pawar) নাম। এই নিয়ে অজিত পাওয়ারের (Ajit Pawar) বিরুদ্ধে মামলা দায়ের করেছি এনসিপি নেতৃত্ব। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর কাছে সুপ্রিম কোর্ট জানতে তিনি দলের প্রতীক 'ঘড়ি'র নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কিনা? শীর্ষ আদালত আগামী ১৮ মার্চের মধ্যে এই প্রশ্নের উত্তর চেয়েছেন অজিত পাওয়ারের পক্ষ থেকে।
Supreme Court rap on Ajit Pawar's faction for using Sharad Pawar's name, image#SupremeCourt (@sardakanu_law)https://t.co/Yc6ncN8Cqb
— IndiaToday (@IndiaToday) March 14, 2024