নয়াদিল্লিঃ হলিউড (Hollywood) কিংবা বলিউডের (Bollywood) যে কোনও সিনেমাকে (Cinema) হার মানিয়ে দেবে এই ডাকাতি (Robbery)। এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ব্যাঙ্কের লকার থেকে ফিল্মি কায়দায় লুট ১৫ কেজি সোনা। ও নগদ ৫ লক্ষ টাকা। সোমবার এই ডাকাতির ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর জেলার খিটোলা গ্রামে। জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে খিটোলা এলাকায় অবস্থিত একটি স্মল ফিনান্স ব্যাঙ্কে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মোটরবাইক চেপে তিনজন ডাকাত আসে। তারা তিনজনই হেলমেট পরেছিল।ব্যাঙ্কের সামনে বাইক রেখে ভিতরে প্রবেশ করে তারা। ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। ছিল না কোনও সুরক্ষিত দরজা বা কোলাপসিবল গেট। তাই সহজেই ব্যাঙ্কের ভিতর প্রবেশ করে ওই তিনজন। ভিতরে ঢুকে কর্মীদের পিস্তল তাক করে ওই তিন যুবক। এরপর লকার খুলে টাকা ও গয়না হাতাতে শুরু করে তারা। ম্যানেজারকেও বন্দুকের ডগায় কাবু ওই দুষ্কৃতীরা। এরপর সব লুট করে বাইকে চেপে পালিয়ে যায় তারা। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফিল্মি কায়দায় ডাকাতি, ব্যাঙ্কের লকার থেকে লুট ১৫ কেজি সোনা
BREAKING NEWS 🚨
15 मिनट और बैंक से 14 किलो सोने की लूट।
जबलपुर के सिहोरा के एक माइक्रो फाइनेंस बैंक में 14 किलो सोने और ₹5.5 लाख रु. की लूट हो गयी।
लुटेरे हेलमेट पहनकर बैंक में अंदर आये, हथियारों के दम पर बैंक लॉकर की चाबी छीनकर लूट करके चलते बने। घटना सुबह बैंक खुलते ही… pic.twitter.com/Tg7FhuWPL6
— 𝙈𝙪𝙧𝙩𝙞 𝙉𝙖𝙞𝙣 (@Murti_Nain) August 11, 2025