File Photo.

নয়াদিল্লিঃ স্পা (Spa)-এর আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। সেই স্পা সেন্টারে তে হানা দিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) কোঠি থানা এলাকার একটি স্পা সেন্টারে। অভিযান চালিয়ে ১১ জন মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই স্পা সেন্টারে অভিযান চালায় রাজস্থানের যোধপুর পুলিশ কমিশনারেট। বাইরে থেকে দেখতে সাধারণ পার্লার মনে হলেও তার ভিতরেই চলত দেহ ব্যবসা। এদিন ওই স্পা সেন্টারে হানা দিয়ে অর্ধনগ্ন অবস্থায় আপত্তিকর মুহূর্তে ধরা পড়েন অনেকেই। পুলিশকে দেখে অনেকেই পালানোর চেষ্টা করলেও বিফলে যায় তা। তাঁদের হাতেনাতে ধরে থানায় নিয়ে আসা হয়।

স্পা সেন্টারে দেহব্যবসা, গ্রেফতার পুরুষ ও মহিলা-সহ ২৩

পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বাসনি শপিং সেন্টারের কাছে অবস্থিত এই শপিং মলে দীর্ঘদিন ধরেই এই ধরনের বেআইনি কাজকর্ম চলছিল। সেই খবর পেয়েই স্পা সেন্টারে অভিযান চালানো হয়। পুলিশ কমিশনার রাজেন্দ্র সিং জানিয়েছেন, রাজস্থান শহরের আরও বেশকিছু স্পা সেন্টার পুলিশের নজরে রয়েছে।

স্পা সেন্টারের আড়ালে মধুচক্রের রমরমা, পুলিশ হানা দিতেই যা হল...