নার্সের দেগ উদ্ধার (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাখি (Raksha Bandhan 2025) উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল সেই মতো তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু আর ফেরা হল না বাড়িতে ফিরল মেয়ের নিথর দেহ হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার নার্সের (Nurse) দেহ ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নার্সের হাতে একটি সূচ ফোটানো অবস্থায় পাওয়া যায় ওই সূচই মৃত্যুর কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান কোনও ও বিষক্রিয় পদার্থ দেহে ঢুকিয়ে ওই নার্সকে খুন করা হয়েছে? নাকি আত্মহত্যা? এই নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি

হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু

ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে সবটা পরিস্কার হবে খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ মৃত নার্সের পরিবার সূত্রে খবর, রাখি উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর বোনের পথ চেয়ে অপেক্ষাও করছিলেন দাদা তাঁদের দাবি, মেয়ে আত্মহত্যা করতেই পারে না মৃতার দাদা বলেন, "আত্মহত্যা করার মতো কোনও কারণ ছিল না আমরা মনে করি এমন কোনও পদক্ষেপ করতে পারে না ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি" শুধু তাই নয়, পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ দেহ উদ্ধারের ঘণ্টা পর বাড়িতে খবর দেয় এই নিয়ে উঠছে প্রশ্ন কেন পরিবারকে জানাতেল ঘণ্টা সময় লাগলো? এই সময়ে এমন কী চলছিল হাসপাতালে? এই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মৃতার অভিভাবকেরা

হাতে ফোটানো সূচ, হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ