গ্রেফতার অভিযুক্ত (ছবিঃX)

কলকাতাঃ ছাত্রী খুনের (Student Murder Case) ঘটনায় উত্তপ্ত বীরভূমের (Birbhum)রামপুরহাট। বৃহস্পতিবার নতুন করে ফের উত্তপ্ত স্কুল চত্বর। স্কুল ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা। শুধু তাই নয়, স্কুলে ঢুকতেই প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই স্কুলের সামনে জড়ো হতে থাকেন অভিভাবকেরা। প্রধান শিক্ষক স্কুলে আসলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।

সপ্তম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক

পাল্টা অভিভাবকদের দাবি। সত্যকে আড়াল করার চেষ্টা করছেন প্রধান শিক্ষক। উল্লেখ্য, গত ২৮ অগস্ট টিউশন যাওয়ার নাম করে বেরিতে বাড়ি ফেরেনি সপ্তম শ্রেণির ওই ছাত্রী। মেয়েকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা-মা। কিন্তু পরে মেলে তার দেহাংশ। জানা যায়, ওই স্কুলের বিজ্ঞানের শিক্ষক তাকে অপহরণ করে। তারপর কুচি-কুচি করে কেটে তাকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুX)লিশ।

ছাত্রী খুনের ঘটনায় উত্তপ্ত বীরভূম, অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারির পর প্রধান শিক্ষককে মারধর অভিভাবকদের