নয়াদিল্লিঃ অবসাদের(Depression) শিকার। ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। মৃতার বয়স ২৫ বছর। একজন এমবিএ স্নাতক ছিলেন তিনি। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কর্নাটকের ডাভানগেরে জেলা তাঁর বাড়ি। কর্মসূত্রে বেঙ্গালুরুতে একাই থাকতেন। গায়ত্রী নগরের একটি তিনতলা বাড়িতে ভাড়া থাকতেন তিনি। শনিবার দুপুরে বাড়ির তিনতলা থেকে দুর্গন্ধ ছড়াতে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরই মধ্যে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।
মানসিক অবসাদের জেরে আত্মঘাতী তরুণী
এরপর স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘরের দরজা ভাঙতেই তরুণীর দেহ উদ্ধার হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি অবসাদে ভুগছিলেন বছর ২৫-এর ওই তরুণী। অবসাদের জেরেই এই পদক্ষেপ বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কবে আত্মহত্যা করেছেন তিনি তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে আত্মহত্যার কারণ জানতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে মৃতার মোবাইল ফোনটি।
A 25-year-old MBA graduate from Davangere was found dead in her Bengaluru home. Police suspect suicide due to depression. Investigation and forensic analysis are ongoing.https://t.co/VrANuNoK3p#MBAGraduate #MBA #Bengaluru
— News18 (@CNNnews18) November 2, 2025