নয়াদিল্লিঃ দু'হাজার টাকা (Money) ধার দিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়ার পরিণতি যে এমন ভয়াবহ হবে তা বুঝে উঠতে পারেননি যুবক। প্রকাশ্যে রাস্তায় তাঁকে খুন (Murder) করল এক তরুণ। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) জাফরাবাদে। অভিযুক্তের নাম আদিল। জানা গিয়েছে, ফারদিন ও জাভেদ নামে দুই যুবকের থেকে ২ হাজার টাকা ধার নিয়েছিলেন আদিল। সোমবার রাস্তার আচমকাই আদিলের সঙ্গে দেখা হয় ওই দুই যুবকের। ধার দেওয়া টাকা ফেরত চাইতেই হিংস্র হয়ে ওঠে আদিল। ছুরি নিয়ে তেড়ে আসে সে। শুরু হয় ধাক্কাধাক্কি।
ধারের টাকা ফেরত চাওয়ায় খুন যুবক
এরপরই ছুরির আঘাতে মৃত্যু হয় ফারদিনের। গুরুতর আহত হন জাভেদ। ঘটনাস্থল থেকে পালায় আদিল। গোটা ঘটনার সাক্ষী ছিলেন আদিলের বড় দাদা ও তাঁর কিছু বন্ধু। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে জাভেদকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপর আদিলের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ইতিমধ্যেই তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার খুনের মামলা-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
২ হাজার টাকা কাড়ল প্রাণ, ধার করা টাকা ফেরত চাইতেই প্রকাশ্যে খুন তরুণ
Delhi Shocker: Man Stabbed to Death in Jafrabad Over INR 2,000 Loan, Accused Manages to Flee#Delhi #Stabbing #CrimeNews
— LatestLY (@latestly) July 10, 2025
Read: https://t.co/2BZnWWpV9g
— LatestLY (@latestly) July 10, 2025