Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সহকর্মীর (Colleague)থেকে ১০ হাজার টাকা ধার চেয়ে না পাওয়ায় তাঁকে খুন(Murder) করল ব্যক্তি। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম চন্দ্রপ্রকাশ। বয়স ৪২ বছর।  একটি ফার্মহাউসে গাড়ি চালকের কাজ করত চন্দ্রপ্রকাশ। সেখানেই তার সহকর্মীর কাজ করতেন সীতারাম নামে এক ব্যক্তি। সীতারামের থেকে ১০ হাজার টাকা ধার চেয়েছিল চন্দ্রপ্রকাশ। তা দিতে অস্বীকার করায় সীতারামকে পিটিয়ে খুন করে চন্দ্রপ্রকাশ। পুলিশ সূত্রে খবর, সীতারামের বাড়ি চন্দ্রপ্রকাশ। কয়েকদিন ধরে তাঁকে খুঁজে না পাওয়া যাওয়ায় মেহেরাউলি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেই তদন্তে নেমে এই খুনের কিনারা করে পুলিশ। ওই ফার্মহাউসের মধ্যে থাকা একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় সীতারামের দেহ। তদন্তে নেমে প্রথমেই চন্দ্রপ্রকাশের উপর সন্দেহ হয় পুলিশের। এরপর দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে সে। পুলিশকে সে জানায়, সীতারামের থেকে ১০ হাজার টাকা ধার হিসেবে চেয়েছিল সে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন সীতারাম। আর এরপরই রাগের বশে তাঁকে খুনে পরিকল্পনা করে চন্দ্রপ্রকাশ।

টাকা ধার চেয়ে না পাওয়ায় সহকর্মীকে পিটিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহ