নয়াদিল্লি: আজ শ্রাবণ (Sawan) মাসের দ্বিতীয় সোমবার, শিব মন্দিরগুলোতে (Shiv Temples) ভক্তদের (Devotees) ভিড় চোখে পড়ার মতো। এ বছর শ্রাবণ মাস শুরু হয়েছে ২২ জুলাই। শ্রাবণ মাস শেষ হবে ১৯ আগস্ট, বাবা শ্রী শ্রী ১০৮ ধনেশ্বর নাথ মন্দির (Baba Shri Shri 108 Dhaneshwar Nath Temple) এবং বাবা পত্নেশ্বর মন্দিরে (Baba Patneshwar Temple) আজ বিপুল পরিমাণ ভক্তের ভিড়। মন্দির থেকে 'হর হর মহাদেব' এবং 'বোল বম' ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে। তৃতীয় শ্রাবণ সোমবার- ৫ আগস্ট, চতুর্থ শ্রাবণ সোমবার- ১২ আগস্ট, পঞ্চম শ্রাবণ সোমবার- ১৯ আগস্ট।
দেখুন ভিডিও
Jamui, Bihar: On the second Monday of Sawan, Lord Shiv temples are filled with devotees. The Baba Shri Shri 108 Dhaneshwar Nath Temple and Baba Patneshwar Temple are especially crowded, echoing with chants of 'Har Har Mahadev' and 'Bol Bam' pic.twitter.com/FGc6zJSI7V
— IANS (@ians_india) July 29, 2024